Monday, November 17, 2025
বাড়িরাজ্যঘন্টাখানেকের বৃষ্টিতে স্মার্ট সিটি জলমগ্ন হয়ে পড়ে

ঘন্টাখানেকের বৃষ্টিতে স্মার্ট সিটি জলমগ্ন হয়ে পড়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ অক্টোবর :বুধবার সকালে ঘন্টাখানেকের বৃষ্টিতে স্মার্ট সিটি জলমগ্ন হয়ে পড়ে। শহরের বিদুর্কতা চৌমুহনী, রবীন্দ্র শতবার্ষিকী ভবন, আর এম এস চৌমুহনী, লক্ষীনারায়ণ বাড়ি রোড, লাল বাহাদুর চৌমুহনি, শকুন্তলা রোড সহ শহরের বেশ কয়েকটি রাস্তায় জল জমে যায়। একাধিক রাস্তায় হাঁটু জল হয় এদিন।

সকাল এগারোটা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এর আগেও এদিন দু’তিন পাশলা বৃষ্টি হয় শহরে। কিন্তু মুষলধারে বৃষ্টিতে আটকে পড়ে সাধারণ মানুষ। অফিস আদালতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রাস্তায় বের হয়েছিলেন। কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টিতে দাঁড়িয়ে পড়তে হয় বিভিন্ন দোকানপাটের বারান্দায়। ঘন্টা খানেক দাঁড়ানোর পর আরও বড় সমস্যার শিকার হয় তারা।

 কারণ শহরের অধিকাংশ রাস্তায় জল জমে যায়। হাটু জল ভেঙে অফিস আদালতে যাওয়া এক প্রকার ভাবে কষ্টকর হয়ে পড়ে তাদের পক্ষে। উল্লেখ্য, দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা সবেমাত্র শেষ হলো। নিগম কর্তৃপক্ষ শহরের ড্রেন পরিষ্কার করার জন্য সময় পায়নি। যার কারণে মাত্র ঘন্টা খানেকের বৃষ্টিতে কোথাও হাটু জল, আবার কোথাও কোমর জলের শিকার হতে হয়েছে সাধারণ পথচারীদের। জনজীবন চরম বিপর্যস্ত হয়েছে এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য