স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ অক্টোবর :উদয়পুর গোকুলপুর এগ্রিকালচার চৌমুহনী এলাকায় সুপ্রিয় সরকার নামে এক যুবকের উপর আক্রমণ করে অমর দে নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। অভিযুক্ত অমর দে-র নামে আর.কে পুর থানায় মামলা দায়ের করলেন সুপ্রিয় সরকার। সুপ্রিয় সরকার জানান, মঙ্গলবার সকালে তিনি মাছ ক্রয় করার জন্য বাড়ি থেকে বের হন। বাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তার মাথা এলাকায় কোন এক বিষয়কে কেন্দ্র করে ওনার রাস্তা আটক করে অমর দে।
সেখানে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর তিনি মাছ বিক্রেতার কাছ থেকে মাছ ক্রয় করার সময় অমর দে পিছন থেকে একটি বাস দিয়ে ওনার উপর আঘাত করে। তারপর দুই জনের মধ্যে হাতাহাতি হয়। ঘটনাস্থলে উপস্থিত একজন ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সুপ্রিয় সরকারের সন্দেহ দশমীর দিন অমর দে মদ মত্ত অবস্থায় যাওয়ার সময় স্থানীয় লোকজনের সাথে তার ঝামেলা হয়। তখন তিনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হয়তো সেই ঘটনার জেরে অমর দে ওনার উপর আক্রমণ করেছে। এলাকাবাসীর সাথে নিয়ে আরকে পুর থানায় গিয়ে আর কে পুর থানা ঘেরাও করে। পরে সুপ্রিয় সরকার অভিযুক্ত অমর দে-র নামে থানায় মামলা দায়ের করে ন্যায় বিচারের দাবি জানান। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।

