স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : রবিবার ত্রিপুরায় আসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সঙ্গে এসেছে তার সহধর্মিনী মল্লিকা নাড্ডা। এদিন তিনি আগরতলা পূর্বাশার ত্রিপুরার তাঁত বস্ত্র ও কারুশিল্প ঘুরে দেখেন।
সাথে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তাঁর সহধর্মিনী নীতি দেব, চেয়ারম্যান বলাই গোস্বামী সহ অন্যানরা। এদিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে মল্লিকা নাড্ডা বলেন এিপুরায় এসে তিনি খুবই খুশি। পাশাপাশি এই রাজ্যে কারু শিল্প দিল্লী পর্যন্ত স্থান করে নিয়েছে বলে জানান তিনি।