স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : রবিবার দুই দিনের রাজ্য সফরে এসেছেন বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এদিন সকালে বিশেষ বিমানে এম বি বি বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং উত্তরীয় পরিয়ে দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, প্রদেশ বিজেপি-র সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, প্রদেশ বিজেপি-র প্রভারী বিনোদ সোনকর, ত্রিপুরা ও আসামের সাংগঠনিক সাধারন সম্পাদক ফনিন্দ্র নাথ শর্মা সহ প্রদেশ নেতৃত্ব।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন তিনি। জন জাতিদের চিরাচিরত নাচ গানের মাধ্যমে স্বাগত জানানো হয়। সেখান থেকে বিমানবন্দর থেকে চলে আসেন রাজ্য অতিথি শালায়। সেখানে প্রদেশ নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্বদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন। দলীয় রূপরেখা নির্ধারণ করবেন রাষ্ট্রীয় সভাপতি শ্রী নাড্ডা বলে দলীয় সূত্রে খবর।