Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যঅপেক্ষা গণেশ চতুর্থীর, তৈরি হচ্ছে পাড়ায় পাড়ায় মন্ডপ, সেজে উঠছে শহর

অপেক্ষা গণেশ চতুর্থীর, তৈরি হচ্ছে পাড়ায় পাড়ায় মন্ডপ, সেজে উঠছে শহর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ আগস্ট : আগামী ৩০ আগস্ট গণেশ চতুর্থী অর্থাৎ সিদ্ধিদাতার আরাধনা। ইতিমধ্যে গণেশ পূজাকে সামনে রেখে সেজে উঠছে আগরতলা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন এলাকা। কোন এক সময় গণেশ চতুর্থীর প্রচলন ছিল মধ্য প্রদেশ, মহারাষ্ট্র সহ দেশের পশ্চিম এবং উত্তর প্রান্তে রাজ্যগুলিতে। এখন গণেশ চতুর্থীর আয়োজনে ব্রতি হয় ত্রিপুরাবাসীও। এর সাথে জড়িয়ে রয়েছে ব্যবসায়ীদের আবেগ।

একইভাবে রাজ্যের গ্রাম শহর থেকে শুরু করে পাড়ায় পাড়ায় জাঁকিয়ে বসেছে সিদ্ধিদাতার আরাধনা। গত কয়েক বছর দেখা গেছে আগরতলা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ক্লাবগুলিতে জাঁকজমক ভাবে সিদ্ধিদাতার পুজোর আয়োজন করতে। ব্যতিক্রম নয় এ বছর। শুধু শহরের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ক্লাবগুলিতেই নয়, ঘরে ঘরে মঙ্গল কামনার জন্য গণেশ পূজার আয়োজন করছে ভক্তরা। আগরতলা শহরের পাশাপাশি গোটা রাজ্যে সিদ্ধিদাতার আরাধনার জন্য ইতিমধ্যেই চলছে চরম প্রস্তুতি। আগরতলা মূর্তি পাড়াতে শনিবার দেখা যায় সারিবদ্ধভাবে মৃৎ শিল্পীরা সিদ্ধিদাতার মূর্তি তৈরি করছে। মৃৎ শিল্পীরা জানান এ বছর মূর্তির বায়না অন্যান্য বছরের থেকে অনেকটাই বেশি হয়েছে। অন্যান্য পুজোর মূর্তির মতো গণেশ মূর্তি বায়না পেয়েছে তারা। এবং মূর্তি নির্মাণের কাজ প্রায় শেষের পথে। এখন শুধু শেষ তুলি টান বাকী।

 পাল্লা দিয়ে শহরে চলছে মন্ডপ তৈরি এবং আলোকসজ্জার কাজও। এদিকে উদ্যোক্তারা শুধু আলোক সজ্জার ব্যবস্থা করবে তেমনটা নয়, পাশাপাশি থিমের উপর ভিত্তি করে জোর প্রস্তুতি চলছে। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আবার ভক্তদের জন্য থাকবে প্রসাদ বিতরণ। অধিকাংশই বড় বাজেটে পুজো হচ্ছে আগরতলা শহরে। সব মিলিয়ে গণেশ চতুর্থী দিন দিন মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ উত্তর ভারতের রাজ্যগুলির মতো জাঁকজমক ভাবে ত্রিপুরা রাজ্য করার মতো প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ি প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্লাবগুলি। যদিও সিদ্ধিদাতার আরাধনা চমক লাগিয়ে করার সংস্কৃতি এসেছে বহির্রাজ্যের ব্যবসায়ীদের কাছ থেকে। আগরতলা শহরে বহু ব্যবসায়ী এবং ঠিকাদার রয়েছে যারা বহির্রাজ্যের। তারা অত্যন্ত বিশ্বাস এবং আবেগের সাথে গণেশ চতুর্থী আয়োজন করে থাকে। তাদের সাথে পাল্লা দিয়ে রাজ্যের ব্যবসায়ী মহল সেই আবেগে নিজেদের জড়িয়ে নিতে শুরু করেছে। যাইহোক উৎসব মানেই আনন্দ, উল্লাস। আগরতলা শহরেও চলবে এই গণেশ চতুর্থ। সন্ধ্যায় দর্শনার্থীরা হাজির হবে মণ্ডপের সামনে। সব মিলিয়ে শারদ উৎসবের সূচনালগ্ন গণেশ চতুর্থীর মধ্য দিয়ে পরিবেশ আনন্দ মুখরিত হয়ে উঠবে। পড়বে থাকে কাঠি। এটাই জাতপাত ভুলে আনন্দে মেতে উঠার সময়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য