স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ সেপ্টেম্বর : গোপন সংবাদে ভিত্তিতে বাইজল বাড়ি থানার পুলিশ প্রায় দশ হাজার গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়। শনিবার সকালে বাইজাল থানার থানার অন্তর্গত কাঁচামাটি, জুনিয়া কলোনি, খেংরাবাড়ি এই তিনটি এলাকায় পুলিশ ও টিএসআর যৌথ অভিযানে উপযুক্ত গাঁজা গাছ ধ্বংস করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
বাইজাল বাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা জানিয়েছেন, পদ্মবিল ব্লক এলাকার তথা বাইজল বাড়ি থানার অন্তর্গত তিনটি জায়গাতে প্রায় ২ কানি জায়গা জুড়ে ছয়টি ফ্লটে রয়েছে অবৈধ গাঁজা বাগান। সেখানে অভিযান চালায় পুলিশ।

