Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যককবরক ভাষা বিদ্যাজ্যোতি প্রকল্পে রাখার দাবিতে টি এস ইউ -র ডেপুটেশন

ককবরক ভাষা বিদ্যাজ্যোতি প্রকল্পে রাখার দাবিতে টি এস ইউ -র ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে ককবরক বিষয়কে উপেক্ষা করার প্রচেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে সবর হলো টি এস ইউ। বুধবার টি এস ইউ -এর এক প্রতিনিধি দল বিদ্যালয় শিক্ষা দপ্তরের গিয়ে ডেপুটেশন করা করেন। বিদ্যাজ্যতি প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিক কাজল কুমার ভৌমিকের সঙ্গে সাক্ষাৎ করে সমস্যার সমাধানের দাবি জানান প্রতিনিধি দল।

ডেপুটেশনের পর টি এস ইউ সাধারন সম্পাদক  সুজিত ত্রিপুরা জানান বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য ককবরক ভাষা বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা ককবরক ভাষায় পড়াশোনা করার সুযোগ হারানোর মতো অবস্থা। জনজাতি অংশের ছাত্র-ছাত্রীরা চায় মাতৃভাষায় পড়াশোনা করতে। তাই বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছে তুলে ধরা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি দেখা হবে। এবং দাবি পূরণ না হলে ছাত্রছাত্রীরা যাতে এই প্রকল্পের আওতায় আসলে ককবরক ভাষায় পড়াশোনা করতে পারে সেদিকে গুরুত্ব আন্দোলন নামবে বলে হুঁশিয়ার তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য