স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ে দীর্ঘ দিন যাবত অনিয়মিত কর্মীদের ডি এ-র দাবি পূরণ করা হচ্ছে না। এই দাবি নিয়ে বেশ কয়েক দফায় ভাইস চ্যান্সেলার ও ফিনান্স অফিসারের সঙ্গে দেখা করেন অনিয়মিত কর্মীরা। কোন সদুত্তর মেলেনি বিশ্ব বিদ্যালয়ের পক্ষ থেকে। বৈধ কাগজ থাকার পরেও বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না অনিয়মিত কর্মীদের।
সোমবার সকলে মিলে সিদ্ধান্ত নেন এই দাবিতে ভাইস চ্যান্সেলার ও ফিনান্স অফিসারের সঙ্গে দেখা করে স্পষ্ট বক্তব্য জানা হবে। সেই মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত নেবেন অনিয়মিত কর্মীরা। অনিয়মিত কর্মীরা জানান এক বছর আগে একটি নির্দেশ বের হয়। সেই নির্দেশ মুলে ৬ মাস আগে থেকে এই ডিএ পাওয়ার কথা। অথচ তাদের নানা অজুহাত দিয়ে বঞ্চীত করা হয়। করোনার কারন দেখিয়ে ফান্ড নেই বলে তাদের জানিয়ে দেওয়া হয়। তাদের পক্ষ থেকে জানানো হয় এরিয়ার পরে দেওয়ার জন্য, আপাতত ডিএ প্রদান করার। অথচ এই নিয়ে কোন সদুত্তর দিচ্ছে না বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ। এই দাবি পূরণের জন্য ত্রিপুরা বিশ্ব বিদ্যালয় অনিয়মিত কর্মচারী সংঘের উদ্যোগে ফিনান্স অফিসারকে ঘেরাও করা হয়।