Thursday, November 13, 2025
বাড়িরাজ্যচার দফা দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

চার দফা দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ সেপ্টেম্বর : ভোটার তালিকা নিবিড় সংশোধনী সহ চার দফা দাবিতে সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসক ও সমাহর্তা তমাল মজুমদারের কাছে স্মারকলিপি প্রদান করা হয় বৃহস্পতিবার। এদিন সকালে গৌরনগরে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে দলীয় নেতৃত্ব এই স্মারকলিপি পেশ করেন।

ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, কৈলাসহর মহকুমা সম্পাদক অঞ্জন রায়, কুমারঘাট মহকুমা সম্পাদক সমীরণ মালাকার, ভারপ্রাপ্ত জেলা সম্পাদক স্বপন বৈষ্ণব প্রমুখ। দাবিসমূহের মধ্যে ছিল—বিরোধী দলের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা, বি.এল.এ -দের পার্শ্ববর্তী বুথ থেকে নিয়োগের সুযোগ দেওয়া, পরিচয়পত্র নির্বাচন দপ্তর থেকে প্রদান করা এবং প্রকৃত ভোটারদের হয়রানি বন্ধ করা। ভারপ্রাপ্ত জেলা সম্পাদক স্বপন বৈষ্ণব বলেন, ভোটার তালিকা সংশোধন গণতান্ত্রিক প্রক্রিয়ার অঙ্গ। স্বচ্ছতা ও ন্যায় পরায়ণতা বজায় থাকলেই সাধারণ ভোটারদের আস্থা অটুট থাকবে। সিপিআইএম -এর দাবি, নির্বাচনী প্রক্রিয়াকে নিরপেক্ষ ও ভয়ের পরিবেশ মুক্ত করতে প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য