স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : অবশেষে কাটল জট। ২০২১ সালে জে আর বি টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ফলাফল ঘোষণা হয়নি এখনো। জে আর বে টি’র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর দুজন কোভিডের জন্য জে আর বি টি -র পরীক্ষায় বসতে পারেনি বলে একটি মামলা ত্রিপুরা হাইকোর্টে দাখিল করেন। তারপর হাইকোর্ট জে আর বি টি ফল প্রকাশ স্থগিত রাখার জন্য নির্দেশ দেয় রাজ্য সরকারকে। মঙ্গলবার উচ্চ আদালত সেই অন্তর্বর্তী নির্দেশটি তুলে নেয়।
এখন দপ্তর যে কোন সময় ফলাফল ঘোষণা করতে পারবে বলে জানান আইনজীবী শংকর লোধ। উল্লেখ্য, জে আর বি টি’র ফলাফল দ্রুত ঘোষণার জন্য গত এক বছরে বেকার যুবক যুবতীরা বহুবার সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে বিক্ষোভে সামিল হয়। কিন্তু আইনি জটিলতার কারণে ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি বলে জানা যায়। এখন দ্রুত ফলাফল ঘোষণা করতে পারবে রাজ্য সরকার। আদালতের শুনানোর পর এদিন স্বস্তি এসেছে বেকার যুবকদের মধ্যে।