Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যসড়ক অবরোধ এবং থানা ঘেরাও করে প্রতিবাদ কংগ্রেসের

সড়ক অবরোধ এবং থানা ঘেরাও করে প্রতিবাদ কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর :চুরাইবাড়ি থানায় তিন দফা দাবিতে ত্রিপুরা রাজ্য পুলিশের ডিজিপি-র উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল কদমতলা ব্লক কংগ্রেস। বুধবার দুপুরে শতাধিক কর্মী-সমর্থকের মিছিল থানার সামনে পৌঁছে স্মারকলিপি জমা দেওয়া হয়।এদিন ডেপুটেশনে নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী, সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, কদমতলা ব্লক কংগ্রেস সভাপতি মানিক লালা দাস সহ অন্যান্যরা। স্মারকলিপিতে প্রধানত তিনটি দাবি উত্থাপন করা হয়।

 মূলত চুরাইবাড়ি থানা এলাকায় প্রতিনিয়ত বেড়ে চলা চুরি-ডাকাতি ও নেশা বাণিজ্যের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। উক্ত থানায় কর্মরত এসআই প্রদীপ বর্মনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তাকে অপসারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। কংগ্রেস কর্মীদের উপর মিথ্যা মামলা ও পুলিশের হয়রানি বন্ধ করা ইত্যাদি। ডেপুটেশন দেওয়ার পর কংগ্রেস কর্মীরা থানার সামনে ৮ নম্বর আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। তিনি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসে তাদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। তার আশ্বাসে কংগ্রেস কর্মীরা অবশেষে আন্দোলন প্রত্যাহার করে নেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য