স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর : সোনামুড়া আদালতে যাওয়ার সময় পুলিশের সামনেই বাংলাদেশে নাগরিক গলায় আঘাত করে রক্তাক্ত হলো। আহত বাংলাদেশি নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, দুই বছর আগে মেলাঘর তেলকাজলা এলাকা থেকে আটক হওয়া বাংলাদেশি নাগরিক কামরুল মিয়ার সোনামুড়া আদালতে আজ শুনানি ছিল। শুনানিতে হাজির করার জন্য পুলিশ তাকে সোনামুড়া মহকুমা জেল থেকে গাড়িতে করে আদালতে নিয়ে আসছিল। পথে হঠাৎই কামরুল মিয়া পুলিশের গাড়ি থেকে একটি টিনের টুকরো ভেঙে গলায় আঘাত করেন। এরপর যখন তাকে গাড়ি থেকে নামানো হচ্ছিল, পুলিশ কর্মীরা দেখতে পান তার গলা দিয়ে রক্ত বের হচ্ছে।
ঘটনার পরই দ্রুত খবর দেওয়া হয় সোনামুড়া ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সোনামুড়া পুলিশ কোর্টের ওসি জানান তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার পুরোবাড়ি থানার সদর দক্ষিণের। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত কামরুল মিয়া জানান, তিনি বাংলাদেশে ফিরে যেতে চান না। বাঁচলেও ভারতে, মরলেও ভারতেই। কারণ ভারতে এসে তিনি সবকিছু পেয়েছেন। তাই গাড়ি থেকে একটি টিনের টুকরো নিয়ে গলায় আঘাত করে রক্তাক্ত করেন বলে জানান। গোটা ঘটনাকে কেন্দ্র করে কোর্ট চত্বরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। সকলের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের সামনে কিভাবে এমন ঘটনা সংঘটিত হলো? এতে বোঝা যায় পুলিশের দায়িত্ব জ্ঞান কতটা রয়েছে? সুতরাং এর দায়ভার এড়াতে পারবে না পুলিশ প্রশাসন।

