স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ সেপ্টেম্বর : দেশজুড়ে নয়া জিএসটি স্ল্যাব চালু হয়েছে ২২ সেপ্টেম্বর। ফলে জীবনদায়ী ওষুধ সহ নিত্যপ্রয়োজনীয় বহু সামগ্রীর মূল্য হ্রাস পাবে। উপকৃত হবে নিম্ন বিত্ত, মধ্যবিত্ত সহ ব্যবসায়ীরা। নয়া জিএসটি স্ল্যাব লাগু হওয়ায় মঙ্গলবার সাংসদ রাজীব ভট্টাচার্য রাজধানীর মহারাজগঞ্জ বাজারে গিয়ে ক্রেতা, বিক্রেতাদের সাথে মত বিনিময় করেন।
মহারাজগঞ্জ বাজারের ক্রেতা বিক্রেতা উভয়কে সচেতন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। যাতে করে নয়া জিএসটি স্ল্যাব লাগু হওয়ায় ক্রেতা বিক্রেতা উভয়ে সুবিধা ভোগ করতে পারে। এইদিন সাংসদ রাজীব ভট্টাচার্য-র সাথে ছিলেন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য, প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যান্যরা। সাংসদ রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান।

