স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর : শনিবার ডি ওয়াই এফ আই এবং এস এফ আই জিরানিয়া বিভাগের উদ্যোগে আগরতলা সিটি সেন্টারের সামনে প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সিপিআইএম পশ্চিম জেলার সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব। সকলে প্রয়াত সাংবাদিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, ২০১৭ সালের সাংবাদিক শান্তনু ভৌমিক দায়িত্ব পালন করতে গিয়ে নিশংস ভাবে খুন হয়। সেই সময় জিরানিয়া মহকুমা একটা রাস্তা রুখো আন্দোলন চলছে।
সাংবাদিকরা সংবাদ প্রকাশ করার মধ্য দিয়ে আসল চেহারাটা সামনে নিয়ে আসার সাংবাদিকদের প্রতি তাদের উগ্র মানসিকতা তৈরি হয়। ঘটনার পর তৎকালীন বামফ্রন্ট সরকার উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী টিম গঠন করেছিল। তারপর কয়েকজন গ্রেফতার হয়। তদন্ত টিম চার্জশিট জমা দিয়েছিল। এরপর যখন তদন্ত প্রক্রিয়া শুরু হয় তখন সরকার পরিবর্তন হয়। সিবিআই -এর কাছে মামলাটি হস্তান্তর করা হয়। অথচ গত আট বছরে এখন পর্যন্ত তদন্ত প্রক্রিয়া এগিয়েছে বলে জানা নেই। বর্তমানে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো শান্তনু হত্যাকাণ্ডের মামলায় যাদের নাম ছিল তারা বর্তমান সরকারের বিভিন্ন পদে আসীন এবং অংশীদার। যার ফলে ষ্পষ্ট হয়েছে প্রকৃত দোষীদের আড়াল করতে সরকার এই পদক্ষেপ নিয়েছিল। ফলে এখন মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে আসলে সে সব দোষীরা শাস্তি পাবে কিনা। তিনি আরো বলেন সরকার যদি প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করে তাহলে ধরে নিতে হবে এটা সরকারের রাজনৈতিক বদ উদ্দেশ্য। পরবর্তী সময়ে তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে আবারো দাবি জানান প্রকৃত দোষীদের আড়াল না করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য।

