Saturday, December 28, 2024
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে হতাশ মহিলা পুলিশ ভলান্টিয়াররা

মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে হতাশ মহিলা পুলিশ ভলান্টিয়াররা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ আগস্ট :  মাসিক ভাতা বৃদ্ধি করার দাবিতে শুক্রবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে হাজির হলেন মহিলা পুলিশ ভলান্টিয়াররা, কিন্তু মুখ্যমন্ত্রীর ব্যস্ততায় মিলল না দেখা করার সুযোগ। তাদের দাবি মাসিক ভাতার ১০০০ টাকা থেকে বৃদ্ধি করার জন্য। কারণ তারা শুরু থেকেই মাত্র এক হাজার টাকা বিনিময়ে দায়িত্ব পালন করে আসছে। এ বিষয়ে রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে শুরু করে জেলা শাসক এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের অবগত করা হয়েছে।

কিন্তু বেতন ভাতা বৃদ্ধি করার জন্য কারোরই কোন রকম উদ্যোগ নেই। তাই অবশেষে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে দেখা করতে এদিন সকাল সাড়ে আটটার নাগাদ আসেন। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে প্রশাসনিক কর্মীদের কাছ থেকে জানতে পারেন দেখা করার সুযোগ পাবে তারা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ মিলে নি তাদের। শেষ পর্যন্ত তারা ক্ষোভ প্রকাশ করে বলেন বহুবার দাবি জানানোর পরেও তাদের কথা শুনছে না সংশ্লিষ্ট দপ্তর এবং রাজ্য সরকার। যে টাকা মাসিক ভাতা পাচ্ছে তা দিয়ে গাড়ি ভাড়া এবং মোবাইল ফোনের বিল পর্যন্ত মেটানো যায় না। তাই এবার মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছে বলে জানান তারা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মুখ্যমন্ত্রী পর্যন্ত তাদের সাথে পাঁচ মিনিট বসে কথা বলার সুযোগ দিচ্ছেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর ব্যস্ততা দেখিয়ে চলে গেছেন। সবটাই মুখ বুঝে সহ্য করতে হচ্ছে তাদের। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর এহেন ভূমিকায় হতাশ হয়ে বাড়ি ফিরে গেলেন মহিলা পুলিশের ভলেন্টিয়াররা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য