Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যনতুন জীবন ফিরে পেলেন ছোট্ট শিশু রাইসা

নতুন জীবন ফিরে পেলেন ছোট্ট শিশু রাইসা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : নতুন জীবন ফিরে পেলেন ছোট্ট শিশু রাইসা আক্তার রুহি। জানা যায়, অমরপুর দেববাড়ি মুসলিম পাড়া এলাকার বাসিন্দা মোঃ রোপন উদ্দিনের প্রায় দুই বছরের শিশুকন্যা রাইসা আক্তার রুহি। জন্মের পর থেকেই শিশুটির মলদ্বার নেই। শিশুটি এক বছর ১১ মাস পূর্বে অমরপুর মহকুমা হাসপাতালে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু স্বাস্থ্য দপ্তরের অকর্মন্যতায় শিশুটিকে কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়। পরবর্তীতে বাড়িতে যাবার পর ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। দফায় দফায় চিকিৎসকদের সাথে যোগাযোগ করলেও কোন সুরাহা মেলেনি।

 নিতান্তই দরিদ্র পরিবারের রাইসা আক্তার রুহির চিকিৎসা করানোর মতো সামর্থ্য ছিল না পরিবারের। যদিও ধার দেনা করে আগরতলা এবং পরবর্তীতে শিলচর চিকিৎসার জন্য ছুটে গেলেও আর্থিক দৈন্যতার কারণে তা হয়ে উঠেনি। দীর্ঘ প্রায় দুই বছর যাবত শিশুটি প্রচন্ড শারীরিক যন্ত্রণায় ছটফট করলেও এগিয়ে আসেনি কোন সহৃদয় লোক। এই ঘটনার খবর পায় গোমতী জেলা আইন সেবা কর্তৃপক্ষ। যদিও অমরপুর মহকুমা আইনসেবা কর্তৃপক্ষের স্বেচ্ছা সেবকরা এই ঘটনা কর্তৃপক্ষকে জানালে পরবর্তীতে গোমতী জেলা আইন সেবা কর্তৃপক্ষের জেলা সচিব রাজা গুপ্তা তড়িঘড়ি অমরপুর মহকুমা আইনসেবা কর্তৃপক্ষের স্বেচ্ছা সেবকদের সাথে নিয়ে ছোট্ট শিশু রাইসার বাড়িতে ছুটে যায়। সেখানে গিয়ে একপ্রকার চক্ষু চড়ক গাছ উপক্রম। এই শিশুটির নেই কোন জন্মের শংসাপত্র, নেই হাসপাতালে ছুটির কোন কাগজপত্র। উল্লেখ্য গত বছরের ভয়াবহ বন্যায় হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়।

পরবর্তীতে জেলা আইনসেবা কর্তৃপক্ষ এবং অমরপুর মহাকুমা আইন সেবা কর্তৃপক্ষ তড়িঘড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে যোগাযোগ করে শিশুটির জন্মের শংসাপত্র বের করেন। এছাড়াও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করেন। পরবর্তীতে ১২ সেপ্টেম্বর শিশুটিকে হাঁপানিয়া স্থিত ডঃ বি আর আম্বেদকর মেডিকেল হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অনিরুদ্ধ বসাকের তৎপরতায় চিকিৎসা পরিষেবা শুরু হয়। ১৫ ই সেপ্টেম্বর শিশুটির সফল অস্ত্রোপচার করা হয়। বর্তমানে শিশুটি হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং শিশুটি সম্পন্ন সুস্থ রয়েছেন বলে জানান চিকিৎসকরা। উল্লেখ্য গোমতী জেলা আইনসেবা কর্তৃপক্ষ প্রতিনিয়তই অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে যাচ্ছে। বলা চলে অমরপুর মহকুমা আইনসেবা কর্তৃপক্ষ এবং গোমতী জেলা আইন সেবা কর্তৃপক্ষের প্রচেষ্টায় দুই বছরের শিশুকন্যা রাইসা আক্তার রুহি নতুন জীবন ফিরে পেলেন। আইন সেবা কর্তৃপক্ষের এই ধরনের কর্মকাণ্ডে ব্যাপক খুশি সাধারণ মানুষ সহ রাইসা-র পরিবার-পরিজনরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য