স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : শুক্রবার থেকে শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। রাজ্যের জনজাতির অংশের মানুষ এবং পিছিয়ে পড়া মানুষের মনে প্রশ্ন থাকবে তিপরা মথার বিধায়করা এই অধিবেশনে কি বিষয় উত্থাপন করবে। তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে এই অধিবেশনে রাজ্যের অনুপ্রবেশ রুখতে এবং যারা অনুপ্রবেশ করেছে তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে।
পাশাপাশি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং তিপরা মথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, তার রুপায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কি ভূমিকা গ্রহণ করছে এবং এর অগ্রগতি কি ? সেই বিষয়ে সরকারের কাছে জানতে চাওয়া হবে। শুক্রবার ত্রিপুরা বিধানসভার অপেক্ষা হলে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। মন্ত্রীর সঙ্গে ছিলেন উনার দলের বিধায়ক তথা প্রাক্তন জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য বিধায়করা। মন্ত্রী আরো বলেন, তিপরা মথার আশাবাদী ত্রিপাক্ষিক চুক্তির সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্য মন্ত্রীরা এর জবাব দেবেন।
মন্ত্রী আরো বলেন সরকারে থেকে সরকারকে এই প্রশ্নগুলি করার পেছনে মূলত কারণ হলো সরকারে থেকে সরকারের অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে। আর এই প্রশ্নগুলি সরকারের বিরুদ্ধে নয়। জনগণের প্রশ্ন বলে দাবি করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিন আরও দুঃখ প্রকাশ করে বলেন, ১২ জন মন্ত্রীর মধ্যে একজন ওনার দলের ক্যাবিনেট মন্ত্রী। যেহেতু সরকারের একটা ছোট্ট অংশ তিপরা মথা, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারে থেকেও বিধানসভায় জনগণের প্রশ্ন উত্থাপন করার। এভাবেই সরকারের কাঁধে প্রশ্ন রাখলেন তিপরা মথার বিধায়করা।

