স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ সেপ্টেম্বর :রাজ্যে অনুপ্রবেশ নিয়ে বিভ্রান্ত বাড়ছে। আক্রান্ত হচ্ছে নিরীহ মানুষ। এবার বাংলাদেশী বলে অভিযোগ তুলে দুষ্কৃতিরা পেটায় পরিযায়ী শ্রমিকদের। এর প্রতিবাদে কাঁকড়াবন থানায় গিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তিপ্রা মথার মাইনোরিটি নেতৃত্ব। তাদের অভিযোগ গত ১৬ সেপ্টেম্বর রাতেরবেলা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করে।
বৃহস্পতিবার মাইনরটি সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়ার নেতৃত্বে একদল মথা কর্মী ঘটনারস্থল পরিদর্শন করে ওই শ্রমিকদের সঙ্গে নিয়ে কাকড়াবন থানায় মামলা দায়ের করেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। ডেপুটেশনের পর তারা জানান, উদয়পুর খিলপাড়া বৈষ্ণবীচর এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার মিঠুন নন্দির নেতৃত্বে পরিযায়ী শ্রমিকদের উপর রাত ১১ টায় মারধোর, টাকা পয়সা ছিনতাই ও তাদের বিভিন্ন মাল সামগ্রী লুট করা হয়েছিল। শ্রমিকরা জানান মিঠুন নন্দীর নেতৃত্বে কিছু দুষ্কৃতিকারী তাদের উপর হামলা চালায়।

