স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ সেপ্টেম্বর :রাজধানীর উন্নয়ন সংঘ ক্লাবের ৭৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবির ও সাফাই কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর শম্পা সরকার, ক্লাবের সম্পাদক পার্থ সরকার, সভাপতি প্রণব সাহা সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, উন্নয়ন সংঘ ক্লাবের অনেক মর্যাদা আছে।
আগরতলা শহরের মধ্যে অন্যতম পুরনো ক্লাব। এই ক্লাব এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এই ক্লাবের সৌজন্যতা ও ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। ক্লাবের প্রশংসার পাশাপাশি আরো বলেন, রক্তদান প্রসঙ্গে। রক্তদান মহৎ দান। রক্তের বিকল্প হয় না। যারা রক্তদান করছে তারা শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। রক্ত আদান-প্রদানের মাধ্যমে মানুষ বাঁচে। আগামী দিন সকলকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মেয়র। পাশাপাশি আশা ব্যক্ত করে বলেন, আগামী দিন এই মানব সেবায় কাজ করার ধারা অব্যাহত রাখবে উন্নয়ন সংঘ ক্লাব।

