Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যশিক্ষা দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিক্ষা ভবন ঘেরাও করল কংগ্রেসের ছাত্র সংগঠন

শিক্ষা দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিক্ষা ভবন ঘেরাও করল কংগ্রেসের ছাত্র সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : রাজ্যের শিক্ষা দপ্তরের টেন্ডারে বড়সড় দুর্নীতি! অভিযোগ তুললো প্রদেশ এন.এস.ইউ.আই। সোমবার এই অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়।‌ পরে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্যে শিক্ষা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভ প্রদর্শন থেকে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে দুর্নীতিতে মুখ্যমন্ত্রীকে জড়ান তারা। এন এস ইউ আই নেতা আমির হোসেন বলেন, গত ১০ সেপ্টেম্বর রাজ্যের শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন বিভিন্ন বিদ্যালয়গুলির ছাত্র-ছাত্রীদের পোশাক, পিএমশ্রী অধীন বিদ্যালয় ছাত্রছাত্রীদের পোশাক এবং অন্যান্য বিদ্যালয় গুলির ছাত্রছাত্রীদের পোশাক আলাদা আলাদা হবে।

 এর জন্য গুজরাটের মফৎলাল টেন্ডার পায়, এর জন্য বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই সমস্ত কিছু ঠিক হয়ে আছে। তাই যুব কংগ্রেসের প্রশ্ন, যদি টেন্ডার করে করা হয় তাহলে টেন্ডার কপি কোথায়? আর যদি টেন্ডার না করা হয় তাহলে কার স্বার্থে এই সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো? এর দ্বারা স্পষ্ট সরকার পয়সার বিনিময়ে দুর্নীতিতে নেমেছে। রাজ্যের ব্যবসায়ীদের বঞ্চিত করে রাজ্যের অর্থ বহিঃরাজ্যে পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি এ ধরনের সিদ্ধান্ত দ্বারা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট হবে। এছাড়া বাইরে ব্যবসা হাতে এই টেন্ডার দেওয়ায় ত্রিপুরা রাজ্যের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এটা সরকারের তুঘলকি সিদ্ধান্ত বলে দাবি করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য