স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ আগস্ট : পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকালে চেলাগাং মুখ এলাকায় পথ অবরোধে সামিল হন এলাকাবাসী। অবশেষে পানীয় জল পরিষেবা পেয়ে আন্দোলন পত্যাহার করলো চেলাগাং মুখ এলাকার প্রমিলা বাহিনীরা। জানা যায় যে দীর্ঘ এক মাস যাবৎ এলাকায় পানীয় জল পরিষেবা সম্পুর্ণ মুখ থুবরে পরেছিল। যে কারনে এলাকার বিক্ষুব্ধ জনগন মঙ্গলবার সকালে চেলাগাং মুখ এলাকায় পথ অবরোধে সামিল হন।
এই পথ অবরোধের ফলে নতুনবাজার থেকে অমরপুর রোড সম্পুর্ণ বন্ধ হয়ে পরে । রাস্তার দুদারে আটকে পড়ে বহু যানবাহন। দীর্ঘক্ষন পথ অবরোধ চলার পর ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়। তারা টেংকারে করে পরিশ্রত পানীয় জল পরিষেবা দেয়। এই এলাকায় পাশাপাশি লিখিত প্রতিশ্রুতি দেন যে আগামী এক মাসের মধ্যে এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পরিষেবা স্বাভাবিক করা হবে। এই বিষয়ে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলন কারিরা পথ অবরোধ প্রত্যাহার করে।