স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ৫৮ তম প্রকৌশলী দিবসকে সামনে রেখে রবিবার আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত তিপ্রা প্রকৌশলী সোসাইটি এিপুরার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।
উপস্থিত ছিলেন তিপ্রা প্রকৌশলী সোসাইটির সাধারণ সম্পাদক জীবন দেববর্মা, সোসাইটির প্রতিষ্ঠাতা সুদন দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান নতুন যে সকল ইঞ্জিনিয়ার চাকুরি পেয়েছে এইদিন তাদের সংবর্ধনা প্রদান করা হয়। ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সমস্যা রয়েছে। সেই সকল সমস্যা নিয়ে এইদিন আলোচনা করা হয়। সমাজের জন্য ইঞ্জিনিয়াররা কি ভাবে কাজ করতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়।

