স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রবিবার ত্রিপুরা গভর্মেন্ট হোমিওপ্যাথিক এসোসিয়েশনের ১৫ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আইজিএম হাসপাতাল কমপ্লেক্স, ফ্লোরেন্স নাইটঙ্গেল অডিটোরিয়ামে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
সাংসদ রাজীব ভট্টাচার্য রক্তদান শিবিরের উদ্বোধন করার পর সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদের অনেক অভিনন্দন। কারণ সমাজের প্রতি যে তাদের দায়িত্ববোধ রয়েছে সেটা আজকের কর্মসূচি থেকে বলা যায়। এই সংগঠন আগামী দিন একটা সুষ্ঠু সংগঠন গড়ে তুলবে বলে অভিমত ব্যক্ত করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি।

