Friday, March 29, 2024
বাড়িরাজ্যপ্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল শক্তি পুরস্কার ২০২২ প্রদান এবং শহীদ পরিবারের লোকজনদের সংবর্ধনা

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল শক্তি পুরস্কার ২০২২ প্রদান এবং শহীদ পরিবারের লোকজনদের সংবর্ধনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : আজাদীকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার বিজয়ীদের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল শক্তি পুরস্কার ২০২২ প্রদান এবং বিভিন্ন যুদ্ধে শহীদ পরিবারের লোকজনদের সংবর্ধনা জানানো হয়। রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা যুব ও ক্রীড়া দপ্তরে উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে দেশাত্মক বোধ জাগ্রত করা। ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রত্যেক অফিস আদালত এবং বাড়িঘরে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যথারীতি মানুষ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছে। এতে বুঝা যায় মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয়েছে। আগামী দিনে যাতে নব প্রজন্মকে খেলাধুলা, শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে গুরুত্ব দেওয়া চেষ্টা করেছে সরকার। পাশাপাশি এদিন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কাছে তিনি আহবান জানান সকলে যাতে খেলাধুলায় সঠিকভাবে অনুশীলন করে সমাজ এবং দেশ এগিয়ে নিয়ে যায়। এর জন্য ভেতরের জেদ না থাকলে সফলতা আসবে না বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, রাজ্যে দক্ষ খেলোয়াড়ের অভাব নেই, শুধুমাত্র উপযুক্ত ইনফ্রাকস্ট্রাকচারের জন্য নিজেদের তাঁরা মেলে ধরতে অনেক ক্ষেত্রেই সক্ষম হচ্ছে না। রাজ্য সরকার চেষ্টা করছে, কিভাবে ক্রীড়া ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারকে আরো বৃদ্ধি করা যায়। যারা খেলোয়ারদের প্রশিক্ষণের কাজে নিয়োজিত রয়েছেন, তাঁদের প্রতি আবেদন থাকবে, তাঁরা যাতে বেশি করে নিজেদের জন্য প্রশিক্ষণ গ্রহণ করেন। তাতে রাজ্যের খেলোয়াররা উপকৃত হবে। খেলোয়ারদের প্রতি পরামর্শ থাকবে, তাঁরাও যাতে বেশি করে অনুশীলন চালিয়ে যায়। তবেই রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে বেশি করে সাফল্য আসবে।অনুষ্ঠানের শেষে খেলোয়ারদের এবং শহীদদের পরিবারদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য