Thursday, March 28, 2024
বাড়িরাজ্যইমারজেন্সি সার্ভিসের রক্তদান শিবির

ইমারজেন্সি সার্ভিসের রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : রবিবার ত্রিপুরা ফায়ার সার্ভিস এন্ড ইমারজেন্সি সার্ভিসের উদ্যোগে আগরতলার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল ও দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা অচিন্ত্য কুমার ভট্টাচার্য সহ অন্যান্যরা।

 সমগ্র দেশ জুড়ে বর্ণাঢ্য উৎসব চলছে। স্বাধীনতার অমৃত মহোৎসবের পর্ব চলছে দেশ জুড়ে। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা ফায়ার সার্ভিস এন্ড  ইমারজেন্সি সার্ভিসের উদ্যোগে সামাজিকতার দায় দায়িত্ব নিয়ে কর্মীরা রক্তদানে এগিয়ে এসেছে। এই মহতি কাজে দপ্তরের কর্মীদের এগিয়ে আশায় তাদের ধন্যবাদ জানান মন্ত্রী রাম প্রসাদ পাল। কেবল সরকারী চাকুরী করাই নয়। দেশ ও সমাজ সেবার মানসিকতাও থাকতে হবে। এটাই তাদের উদ্যোগের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য