Friday, March 29, 2024
বাড়িরাজ্যতিন শতাধিক ভোটার ভাজপায়

তিন শতাধিক ভোটার ভাজপায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ আগস্ট : ভিলেজ কমিটি নির্বাচনের আগে ঘর গোছাতে শুরু করেছে ভাজপা। না হলে এডিসি’র মতো ভিলেজ কমিটি হাতছাড়া হবে বিজেপি’র। তাহলে আগামী ২০২৩ সালে বিধানসভা নির্বাচন পাহাড়ে ক্ষমতার ধরে রাখা কঠিন হয়ে পড়বে বিজেপি ‘র কাছে। তাই পাহাড়ে ক্ষমতা ধরতে বিজেপি সংসদ রেবতী ত্রিপুরা এবং পাতাল কন্যাকে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

রবিবার গন্ডাছড়া মহকুমার রইস্যাবাড়ি বাজারে গন্ডাছড়া মন্ডল কমিটির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। সভায় ৭৯ পরিবারের ৩০২ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে পদ্ম শিবিরে যোগদান করে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান সাংসদ রেবতী ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন পাতাল কন্যা জমাতিয়া, এম ডি সি পতিরাম ত্রিপুরা, ধীরেন্দ্র ত্রিপুরা এবং গন্ডাছড়া মন্ডল সভাপতি সহ অন্যান্য। যোগদান সভার পাশাপাশি এদিন রইস্যাবাড়ি বাজার এলাকায় মিছিল সংগঠিত হয়। যোগদান সভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে ভিলেজ কমিটি এবং বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে কতটা জমি দখল করতে পেরেছে, সেটা নির্বাচনের ভোট বাক্স বলতে পারবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য