Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যস্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন রহস্য জনক মৃত্যু গৃহবধূর, রেল ব্রিজের নিচ থেকে উদ্ধার...

স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন রহস্য জনক মৃত্যু গৃহবধূর, রেল ব্রিজের নিচ থেকে উদ্ধার দেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ সেপ্টেম্বর : পূর্ব আগরতলা থানার অন্তর্গত সাধুটিলা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সুত্র ধর। তার স্ত্রীর নাম গীতা সূত্রধর। বয়স আনুমানিক ২৫ বছর। প্রসেনজিৎ পেশায় ওএনজিসি-র শ্রমিক ছিল। ৯ সেপ্টেম্বর ওএনজিসি-র ড্রিলিং-এর কাজ করার সময় মাথায় লোহার পাইপ পড়ে মৃত্যু হয় প্রসেনজিৎ-এর। শনিবার তার শ্রাদ্ধানুষ্ঠান হওয়ার কথা ছিল।

এরই মধ্যে শনিবার সাতসকালে মৃত প্রসেনজিৎ-এর স্ত্রী গীতা সূত্রধরের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় সাধুটিলা রেল ব্রিজের নিচ থেকে। মৃতার বাপের বাড়ির লোকজনরা জানান মৃতার ভাসুর সকালে তাদেরকে ফোন করে জানায় গীতা সূত্রধরকে পাওয়া যাচ্ছে না। সাথে সাথে গীতা সূত্রধরের ভাই একটি অটো নিয়ে গীতা সূত্রধরকে খুজতে বের হয়। তখনই সাধুটিলা রেল ব্রিজের নিচে রেলের ট্র্যাকের পাশে গীতা সূত্রধরের অগ্নিদগ্ধ মৃতদেহ দেখতে পায়। তাদের অভিযোগ মৃতার শ্বশুর ও ভাসুর মিলে গীতা সূত্রধরকে হত্যা করেছে। এইদিকে ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে যান সদর মহকুমা পুলিশ আধিকারিক, পশ্চিম জেলার পুলিশ সুপার সহ অন্যান্যরা। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পূর্ব আগরতলা থানার ওসি জানান সাধুটিলা এলাকার লোকজনদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।

সেখানে গিয়ে দেখতে পান অগ্নিদগ্ধ এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। মৃতার নাম গীতা সূত্রধর জানতে পেরেছেন। সম্প্রতি গীতা সূত্রধরের স্বামীর মৃত্যু হয়েছে। শনিবার স্বামীর শ্রাদ্ধানুষ্ঠান হওয়ার কথা ছিল। এরই মধ্যে গীতা সূত্রধরের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য মৃতার ভাসুর, শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা যায় মৃত গীতা সূত্রধর তিন মাসের গর্ভবতী ছিল। তবে গীতা সূত্রধরের মৃতদেহ উদ্ধারের পর প্রশ্ন দেখা দিয়েছে কি ভাবে তাঁর মৃত্যু হয়েছে। তবে জানা গেছে মৃত গীতা সূত্রধরের হাতের কিছুটা জায়গা আগুনে ঝলসে গেছে। মাথার চুলও আগুনে পুরে গেছে। তাই সকলের ধারনা গীতা সূত্রধরের ভাসুর গীতা সূত্রধরকে হত্যা করেছে। তবে এই হত্যার পিছনে কি উদ্দেশ্য রয়েছে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য