স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : শনিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত। এদিন সকাল দশটা থেকে বসে আদালত। উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আন্দোলন অনুষ্ঠিত হয়। মোট ৫৪ টি বেঞ্চে মোট ৯৫১২ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়।
এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫২৭৯ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ৪২৩৩ টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪৭৭৯টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ১৯৬ টি, দূর সঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৫০০ টি মামলা, ফৌজদারি ৩৭৬০ টি মামলা, বৈবাহিক বিরোধের ১২৫ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৬৬ টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৭০ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। আদালত চত্বরে ছিল নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক। প্যারা লিগ্যাল ভলেন্টিয়াররা আদালত চত্বরে নোটিশ প্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করেন।