স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার ত্রিপুরা পাম্প অপারেটার সংঘের উদ্যোগে আগরতলা শহরে এক মিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা।
মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা পাম্প অপারেটার সংঘের নেতৃত্বদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে মিছিলের সুচনা করেন। এইদিনের পদ যাত্রায় ত্রিপুরা পাম্প অপারেটার সংঘের সদস্য সদস্যা সহ নেতৃত্বরা জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করে। এই পদ যাত্রার সুচনা করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন ত্রিপুরা পাম্প অপারেটার সংঘের সদস্যরাও হর ঘর তিরঙ্গা কর্ম সুচিতে সামিল হতে চাইছিল, তাই তারা এইদিন পদযাত্রা সংগঠিত করেছে। এই পদযাত্রা সংগঠিত করার জন্য তিনি ত্রিপুরা পাম্প অপারেটার সংঘকে শুভেচ্ছা জানান।