Friday, March 29, 2024
বাড়িরাজ্যহর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে শহরে পদযাত্রা

হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে শহরে পদযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন উপলক্ষে তিরঙ্গা নিয়ে শুক্রবার এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পথযাত্রা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর সার্কিট হাউজের গান্ধী মূর্তি প্রাঙ্গণ থেকে শুরু হয়। পথচারী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখে এসে সমাপ্ত হয়। এদিন পদযাত্রার অগ্রভাগে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ রাজ্য মন্ত্রীসভার অন্যান্য সদস্য, সংসদ প্রতিমাভূমি এবং আগরতলা পুর নিগমের মেয়াদ দীপক মজুমদার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

পাশাপাশি দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রশাসনিক স্তরে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক গণ এবং সাধারণ নাগরিক। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন মিছিল সংঘটিত হয়। এবং বিশেষ করে দেশ স্বাধীন করার পেছনে যাদের ভূমিকা রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিনের কর্মসূচি সংঘটিত হয়েছে। ঘরে ঘরে যাতে তিরঙ্গা উত্তোলন করা হয় তার জন্য আহ্বান করেন মুখ্যমন্ত্রী। মিছিলে কয়েক হাজার মানুষ এদিন অংশগ্রহণ করে অনুষ্ঠান সাফল্যমন্ডিত করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য