স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ আগস্ট : স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সারা দেশব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেরঙ্গা যাত্রা, তেরঙ্গা মিছিল এবং হর ঘর তেরঙ্গা কর্মসূচীর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মহানপুরুষদের মূর্তি পরিষ্কার করে শ্রদ্ধা নিবেদন করার বার্তা দিয়েছেন। তারই অঙ্গ হিসাবে গত ৯ আগস্ট থেকে দেশ জুড়ে বিজেপি-র কার্যকর্তারা মনিষীদের মূর্তি পরিষ্কার করে শ্রদ্ধা নিবেদন করছে।
শুক্রবার ৯ বনমালিপুর মণ্ডলের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দান স্থীত স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি পরিষ্কার করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই কর্মসূচীতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব। তিনি বলেন রাজ্যে উদ্যমী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে নানান কর্মসূচী শুরু করেছে যুবক যুবতীদের জন্য। আজাদিকা অমৃত মহোৎসবের এই কর্মসূচী নবীন যুবক যুবতীদের নিশ্চিত নতুন দিশা দেখাবে বলে আশা ব্যক্ত করেন বিধায়ক বিপ্লব কুমার দেব। এতে করে রাজ্যের জন্য নতুন ভবিষ্যৎ তৈরি হবে বলে জানান তিনি। স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিধায়ক বিপ্লব কুমার দেব।