Friday, November 22, 2024
বাড়িরাজ্যরাখি বন্ধন উৎসবে বিভিন্ন পরিকল্পনার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী

রাখি বন্ধন উৎসবে বিভিন্ন পরিকল্পনার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : অন্যান্য বছরের ন্যায় এবছরও মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয় রাখি বন্ধন উৎসব, শুধু পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রীর মুখ। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সরকারি বাস ভবনে রাখি বন্ধন উৎসবের আয়োজন হয়। বোনরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে রাখী পড়িয়ে দিয়ে মঙ্গল কামনা করেন।

 এদিন সকালে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে গিয়ে রাখী পরিয়ে দেন মহিলারা। এইদিন মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মহিলা মোর্চার কার্যকর্তা সহ প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বোনরা। মুখ্যমন্ত্রী তাদের হাতে ত্রিপুরেশ্বরী মায়ের একটি ছবি তুলে দেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রাখী পরিধান করে ভাইদের মঙ্গল কামনা করেন বোনেরা। পরে মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন পরিকল্পনার ঘোষণা দেন। তিনি বলেন, এখন থেকে সকল সরকারি সাধারন ডিগ্রি কলেজ গুলিতে ছাত্রীদের বিনা পয়সায় পড়া লেখার ব্যবস্থা করা হবে। মহিলাদের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সিকিউরিটি হেল্প লাইন চালু করা হয়েছে।

নাম্বারটি হল ১০৯১। এই নাম্বারে যে কোন মহিলা তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। এই সুরক্ষার নাম্বারে ফোন করলে তার সমাধানের ব্যবস্থাও সাথে সাথে করা হবে। আরও বেশি করে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হয়েছে। আরও প্রায় ৪০০ সিসি ক্যামেরা বসানো হবে। তার সাথে ১২ টি অটোমেটিক নাম্বার প্লেট রিকগনেশান ক্যামেরা বসানো হবে আগরতলা শহরের বিভিন্ন স্থানে। এতে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে। প্রথম অবস্থায় ১৫০ টি সিসি ক্যামেরা বসানো হবে। যার জন্য ব্যয় হবে ৭ কোটি ৬১ লক্ষ টাকা। এইদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাখি পরাতে পেরে খুশি মহিলারাও। এইদিন মুখ্যমন্ত্রীকে রাখি পরানোর জন্য মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সকাল থেকে ভিড় জমান বহু মহিলা। বোনদের কাছ থেকে রাখি নেওয়ার পর মুখ্যমন্ত্রী এইদিন মহিলাদের স্বার্থে একাধিক ঘোষণা দেওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি মহিলারা। কারণ এগুলি রাজ্যবাসী দীর্ঘদিনের দাবি ছিল। সকলের দাবি সরকার যেন এগুলো বাস্তবায়িত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। না হলে মহিলাদের সুরক্ষা সহ আগরতলা শহরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন থেকে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য