স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : ১০ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সোনামুড়া শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১ নং ওয়ার্ড এলাকা। অবশেষে বুধবার টায়ার পুড়িয়ে সোনামুড়া কাঠালিয়া মূল সড়ক অবরোধ করে বসে এলাকাবাসী। এলাকায় ট্রান্সফরমার নষ্ট হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে, কিন্তু বার বার বিদ্যুৎ নিগমে জানানো সত্ত্বেও কোন সুরাহা হয়নি। তাই বুধবার বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে সড়ক অবরোধ করছে এলাকাবাসী বলে জানান।
তাদের কাছ থেকে আরো জানা যায় বিদ্যুৎ সমস্যায় অতিষ্ঠ হয়ে শ্রীমন্তপুরবাসীরা। কিছুদিন পর পর ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। কিন্তু এবার ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ার দশ দিন পরেও বিদ্যুতের দেখা মিলছে না। তাই বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষে কানে আওয়াজ পৌঁছাতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। দিনের ব্যস্ততম সময়ে সড়ক অবরোধের জেরে রাস্তার দুপাশে যানজট দেয়। খবর পেয়ে ছুটে আসেন শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুলতান মিয়া। তিনি জানান, আগামী তিন দিনের মধ্যে তাদের বিদ্যুৎ এর সমস্যা সমাধান করা হবে। আর সমস্যা সমাধান করতে না পারলে তারাও নিগমের বিরুদ্ধে রাস্তায় নামবে। এলাকাবাসী আশ্বাস পেয়ে অবশেষে মুক্ত করে রাস্তা অবরোধ। তবে সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের কথা জানায় বাসিন্দারা।