Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যহোস্টেল পরিদর্শনে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

হোস্টেল পরিদর্শনে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ সেপ্টেম্বর :  আগরতলা স্থিত ভগিনী নিবেদিতা হোস্টেলের ছাত্রীরা বহু সমস্যায় জর্জরিত। সামাজিক মাধ্যমে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার পর মঙ্গলবার অবতীর্ণ হলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই হোস্টেলে উপজাতি, সংখ্যালঘু ও ওবিসি সম্প্রদায়ের বহু ছাত্রী থাকে। তারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা হোস্টেলের বিভিন্ন সমস্যার বিষয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়ে মঙ্গলবার সরজমিনে পরিদর্শনে যান।

মন্ত্রী ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দৈনন্দিন কিছু অসুবিধার কথা জানতে পারেন। পরে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, হোস্টেল শুধু ছাত্রীদের থাকার জায়গা নয়, বরং তাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে আগামী দিনে এই ছাত্রীদের সমাজের বিভিন্ন দায়িত্ব গ্রহণ করবে। তাই তাদের যেন কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়, সেই দিকটিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, উত্থাপিত সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের লক্ষ্য ছাত্রীরা যাতে নিরাপদ, সুস্থ ও অনুকূল পরিবেশে থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তার জন্য প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ গ্রহণ করা। মন্ত্রীর এই পরিদর্শনকে হোস্টেলের ছাত্রী ও অভিভাবকরা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের আশা খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য