স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ সেপ্টেম্বর : প্রতিবছরের মত এ বছরও বিভিন্ন পূজা কমিটিকে শারদ সম্মান প্রদান করা হবে। পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এইদিনের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিগত তিন বছর ধরে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হয়।
এই বছরও অনুরূপ ভাবে পুর নিগমের পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হবে। এই শারদ সম্মানকে সামনে রেখে এইদিনের বৈঠকের আয়োজন করা হয়েছে। এই শারদ সম্মান প্রদানকে কেন্দ্র করে এইদিন বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। বিগত বছরের ন্যায় এই বছরও পুর নিগমের পক্ষ থেকে মোট ২১ টি পুরুস্কার প্রদান করা হবে। সেরার সেরা ৫ টি ক্লাবকে ৫০ হাজার টাকা করে আর্থিক পুরুস্কার প্রদান করা হবে। এছাড়াও চারটি জোনালের ৪ টি সেরার সেরা ক্লাবে ২৫ হাজার টাকা করে আর্থিক পুরুস্কার প্রদান করা হবে।

