স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ সেপ্টেম্বর : কংগ্রেসের ডেপুটেশন রুখে দিল পুলিশ প্রশাসন। নিগমবাসীর বিভিন্ন দুর্গতি নিয়ে প্রতিবাদে সরব হয়েছিল সদর জেলা কংগ্রেস। মঙ্গলবার সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে পুর নিগমে ডেপুটেশন প্রদান করার কথা ছিল। আগরতলা শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে পুর নিগমের সামনে আসতেই পুলিশ তাদের বেরিক্যাড দিয়ে আটকে দেয়।
তারপর প্রতিবাদে পুর নিগম ঘেরাও করে বিক্ষোভের স্বামীর হয় কংগ্রেস কর্মী সমর্থকরা। তাদের দাবি অবিলম্বে আগরতলার জল নিষ্কাশনি ব্যবস্থার উন্নতি করা, ড্রেন সহ যত্রতত্র জমে থাকা সমস্ত আবর্জনা নিয়মিত সাফাই করা, জন্ডিস ও পেটের রোগ রুখতে পরিশোধীয় পানীয় জল সর্বত্র সরবরাহ নিশ্চিত করার জন্য কার্যকারী উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। অপরদিকে অন্যতম দাবি হলো বছরে ২০০ দিনের টুয়েপের কাজ এবং দৈনিক মজুরি বৃদ্ধি করা।
এছাড়াও অসামঞ্জস্যপূর্ণ সম্পদ কর, জল কর বৃদ্ধিসহ অন্যান্য কর ও ফ্রী বৃদ্ধির পুনঃ মূল্যায়ন করা। পানীয় জলের পাইপলাইন, গ্যাসের পাইপলাইন, মাটির নীচে বিদ্যুৎবাহী লাইন সংস্কার করা। অপরিকল্পিতভাবে স্মার্ট সিটির উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় বন্ধ করতে হবে। ওয়ার্ডে ওয়ার্ড উন্নয়নের নামে দলবাজি দুর্নীতি বন্ধ করার দাবি জানান। আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, প্রদেশ মহিলা কংগ্রেস সাবান নেত্রী সর্বানী ঘোষ সহ অন্যান্যরা। এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কাল ঘাম ছুটেছে।

