স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : কংগ্রেসের ডাকা ২৪ ঘন্টা বনধে ধলাই জেলার আমবাসায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় সোমবার। এদিন সকাল থেকে বন্ধ ছিল দোকান পাট। স্তব্ধ ছিল যান চলাচল। শহরে মোতায়েন রয়েছে নিরাপত্তা কর্মী। এদিন সকাল থেকে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে মানুষকে বনধ মানার জন্য আহ্বান জানান। বাজারহাট অফিস সহ সর্বত্রে কংগ্রেস কর্মীরা এদিন জড়ো হয় মানুষের কাছে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এই বনধের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এদিন বনধ ডাকার মূলত উদ্দেশ্য, অগ্নিপথ প্রকল্প বাতিল করা, কৈলাশহরে বিমানবন্দর চালু করা, আমবাসায় জল নিষ্কাশনী ব্যবস্থা সহ ১৬ দফা দাবি।
এই দাবি গুলি কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সরকারের কাছে জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের টনক নড়ে নেই বলে কংগ্রেসের অভিমত। তাই অবশেষে বনধের ডাক দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের এ দিনের বনধ ২৪ ঘণ্টার। আমবাসা সহ গোটা ধোলাই জেলায় বনধের ব্যাপক প্রভাব পড়েছে। দোকানপাট বন্ধ। বনধের জেরে ধোলাই জেলা, উত্তর জেলা এবং ঊনকোটি জেলা এদিন মোতায়ন ছিল পুলিশ এবং টি এস আর বাহিনী। কংগ্রেসের জেলা সভাপতি কৃপেশ রায় বলেন, আজকের বনধের ব্যাপক প্রভাব পড়েছে আমবাসায়, দোকানপাট সহ সবকিছু বন্ধ। মানুষ বনধ মানার পেছনে মূলত উদ্দেশ্য এই সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো বলে জানান তিনি। তবে বনধে সর্বত্রই ছিল শান্তিপূর্ণ।