স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ সেপ্টেম্বর : বিদ্যুৎ নিগমের অধীন কন্ট্রোল রুমের বাইরে, ভেতরে তালা দিয়ে ঘুমাচ্ছেন কর্তব্যরত কর্মীরা। আর বিদ্যুৎ পরিষেবা না পেয়ে অসহ্য গরমে রাত জেগে আছে হাজার হাজার গ্রাহক। রবিবার রাতে বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে। জানা যায়, দিনভর বিদ্যুৎ শাটডাউন থাকার পরেও রাতে দশটা থেকে আবারো বিদ্যুৎহীন বিশালগড়ের বহু এলাকার। অসহায় গ্রাহকরা প্রতিবাদের সরব হতে বাধ্য হয়।
গ্রাহকরা গকুলনগর ও রাস্তার মাথা কন্ট্রোল রুমে গিয়ে দেখে তালা ঝুলানো। তারপর বিদ্যুৎ নিগমের অফিসে এসে বিষয়টি জানায়। সাথে সাথে কন্ট্রোল রুমের কর্মীদের ফোন করা হলে কাউকে ফোনে পায়নি বিদ্যুৎ নিগমের কর্মীরা এবং গ্রাহকরা। পরে কন্ট্রোল রুমে গিয়ে দেখেন কর্মীরা মূল ফটকের ভেতরে বাইরে তালা দিয়ে নাক ডেকে ঘুমায়। বহু ডাকাডাকির পর সজাগ হয় কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মীরা। তারা জানান বিদ্যুৎ লাইনের সমস্যা রয়েছে বলে রাত দশটা থেকে তারা বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখেছে। কিন্তু গ্রাহকদের দাবি কন্ট্রোল রুমে এসে তাদের ডাকাডাকি করে ঘুম ভাঙ্গানোর পর নাকি সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ চালু করে দেয় কর্মীরা। তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা।
তাদের বক্তব্য এ ধরনের সমস্যা এলাকায় প্রতিনিয়ত করে চলেছে কর্তব্যরত কর্মীরা। তাদের ফোন করলে ফোন তুলেন না, আবার মাঝে মধ্যে সুইচ অফ পাওয়া যায়। শেষ পর্যন্ত কন্ট্রোল রুমে আসার পর দেখা যায় তারা ভেতরে ঘুমাচ্ছেন। এ ধরনের চাঞ্চল্যকর অভিযোগ গ্রাহকদের কাছ থেকে তোলা হয়েছে।

