স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : নেশার দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। বর্তমান জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নেশা মুক্ত ত্রিপুরার স্লোগান তোলা হয়েছিল। কিন্তু এর টার্গেট দেওয়া হলেও, সাড়ে চার বছরে সরকার শুধু ব্যর্থতার পরিচয় দিয়েছে। পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়ে আছে জনমনে। এমনটাই প্রত্যক্ষ করা গেল সোমবার। এদিন বটতলা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বটতলা বাজারে ব্যবসায়ী সহ আশপাশ এলাকার মানুষজনেরা। কারণ দিন রাত ২৪ ঘন্টা নেশার করিডোর হয়ে উঠেছে বটতলা এলাকা।
সোমবার পুলিশ ফাঁড়ি ঘেরাও করে প্রতিবাদে সামিল হয়ে নেশা মুক্ত বটতলা দাবি জানায় পুলিশের কাছে। বটতলা বাজারে ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েক বছরে এলাকার সুষ্ঠু পরিবেশ হারিয়ে গেছে। নেশা কারবারিদের আনাগোনা বাজারে আসতে চাইছে না ক্রেতারা। তাই নেশাখোরদের আস্ফালনে অতিষ্ঠ বটতলা এলাকার ব্যবসায়ীরা। অবশেষে বাধ্য হয়ে সোমবার বটতলা এলাকার ব্যবসায়ীরা ঘেরাও করে বটতলা ফাঁড়ি থানা। একই সাথে ডেপুটেশন প্রদান করা হয় বটতলা ফাঁড়ি থানার ওসির কাছে। দাবি জানানো হয় বটতলা এলাকায় পর্যাপ্ত পুলিশ কর্মী দিয়ে নেশার দৌরাত্ম্য বন্ধ করার জন্য। কারণ প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই নেশাখোররা বটতলা এলাকায় আসে। সকাল থেকে রাত পর্যন্ত চলে নেশাখোরদের আস্ফালন। বটতলা বাজারের ব্যবসায়ীরা নেশাখোরদের আটক করলে ব্যবসায়ীদের প্রান নাশের হুমকি প্রদান করা হয়। তাই এইদিন তারা বাধ্য হয়ে বটতলা ফাঁড়ি থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলে, পুলিশের সামনে নেশা সামগ্রী বিক্রি হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। তাই পুলিশকে সজাগ করতে এদিন থানা ঘেরাও করে ডেপুটেশন দেওয়া হয়েছে। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে।