স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : রাজ্যে আবারো আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্হ আহতদের উদ্ধার না করে দুর্বৃত্তদের লুটপাটের ঘটনা ক্রমশ রাজ্যে বাড়ছে। আবারো দুর্ঘটনায় পড়া গাড়ির যাত্রীদের কাছ থেকে লুটপাটের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা শনিবার রাতে এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রাম এলাকায়।
জানা যায়, এদিন রাতে টি আর ০৩ এবং ০৫৬৫ নম্বরের একটি মারুতি ভ্যান গাড়ি এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রাম স্কুলটিলা এলাকায় রাস্তার পাশে বিদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পড়ে। আহত হয় গাড়ি চালক সম্রাট শীল সহ অন্যান্য যাত্রীরা। এক বৈবাহিক অনুষ্ঠান থেকে যাত্রীদের নামিয়ে দিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। তখন দুর্বৃত্তরা দুর্ঘটনায় পড়া গাড়ির চালক ও বাকিদের মারধর করে, তাদের মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। পরবর্তী সময় স্থানীয়রা ছুটে এসে আহতদের জিবি হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করে। আহতদের পরিবারের পক্ষ থেকে লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানান।