স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ সেপ্টেম্বর : ত্রিপুরা অনিমিত কর্মচারী মঞ্চের পাম্প অপারেটর ইউনিটের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর আই.এম. এ হাউসে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের চেয়ারম্যান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকারে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান অনিমিত কর্মচারীদের নিয়মিত করনের দাবিতে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ দীর্ঘ দিন ধরে লড়াই সংগ্রাম করে আসছে। ৪ জুলাই আগরতলা শহরে মিছিল করে মহাকরণে রাজ্যের মুখ্য সচিবের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে। সরকার যদি সদর্থক পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামীদিন রাজ্য জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তার জন্য বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়ে পৃথক পৃথক ইউনিট গঠন করা হচ্ছে। এইদিন ত্রিপুরা অনিমিত কর্মচারী মঞ্চের পাম্প অপারেটর ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।

