Thursday, March 28, 2024
বাড়িরাজ্যচার দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ মিছিল

চার দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিতকরণ করা এবং চাকরির বয়সসীমা বৃদ্ধি করে ৬৫ বছর করা সহ চার দফা দাবিতে ত্রিপুরা প্রদেশ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পার কর্মীবৃন্দ আগরতলা আগরতলা শাখার পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলে উপস্থিত অঙ্গনওয়াড়ি কর্মীরা সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন রাজ্যে বর্তমান সরকারের চার বছরে অঙ্গনওয়াড়ি কর্মীরা কোন সহযোগিতা পায় নি।

বঞ্চনা শিকার হতে হচ্ছে তাদের। তাই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে দাবি সনদ তুলে দেওয়ায় সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু দেখা করার সুযোগ না পেয়ে শহরে মিছিল সংঘটিত করা হয়। তারা জানায় অঙ্গনওয়াড়ি কর্মীরা বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে চলেছে। কিন্তু তারপরও তারা বঞ্চনার শিকার। তাই সরকারের কাছে দাবি জানানো হচ্ছে সরকার যাতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের চাকরি নিয়মিতকরণ করার উদ্যোগ গ্রহণ করে, অবসরের পর সরকারি কর্মচারীদের মতো পেনশনের সুযোগ করে দেওয়া হয় এবং চাকরির অবসরের বয়সসীমা ৬৫ বছর করা হয়। দাবিগুলি অবিলম্বে পূরণ না হলে আগামী দিনে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য