স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : ২০২৩ -এর বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস রাজ্য যুব কমিটি ও জেলা কমিটির সভাপতিদের নাম ঘোষণা করা হয়। শনিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেন যুব তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি সান্তনু সাহা।
তিনি বলেন প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন, সম্পাদক পদে ১২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৯ জনকে নিযুক্ত করা হয়েছে। সারা রাজ্যে যুবকদের স্বার্থে, মানুষের স্বার্থে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে যুব তৃণমূল কংগ্রেস। মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য যুব তৃণমূল কংগ্রেস লড়াই করতে প্রস্তুত বলেও তিনি জানান। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নীল কমল সাহা, উত্তম কলই সহ অন্যান্য নেতৃবৃন্দরা।