Friday, April 19, 2024
বাড়িরাজ্যউন্নতি, প্রগতি ও অর্থনৈতিক বিকাশের জন্য ডিজিটাইলেজেশন  : যীষ্ণু

উন্নতি, প্রগতি ও অর্থনৈতিক বিকাশের জন্য ডিজিটাইলেজেশন  : যীষ্ণু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ আগস্ট :  কোন কিছুই শুরু থেকে ঠিকভাবে হয় না। ক্রুটি থাকলে ধীরে ধীরে ঠিক হয়। কিভাবে সহজ ও সুন্দর করা যায় তাঁর জন্য দফায় দফায় বৈঠকের মাধ্যমে আলোচনা ক্রমে ঠিক করা হয়। কি করলে ভাল হয় তা নিয়ে আলোচনা হতেই পারে। তবে এই ক্ষেত্রে প্রস্তাব আসতে হবে জনগণের পক্ষ থেকে যারা ফিল্ডে কাজ করেন।

বুধবার অর্থ দপ্তরের উদ্যোগে আয়োজিত গর্ভমেন্ট ই মার্কেটিং –র  কর্মশালার সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। উন্নতি, প্রগতি ও অর্থনৈতিক বিকাশের জন্য ডিজিটাইলেজেশন আবশ্যক। গর্ভমেন্ট ই মার্কেটিং –র  মাধ্যমে  জাতীয় বাজার ধরা সহজ বলে জানান উপ মুখ্যমন্ত্রী। কত উন্নতি হবে। কি ভাবে হবে, কোন গতিতে হবে- তা ঠিক করবে অর্থ দপ্তর।  আর এই অর্থ দপ্তর সম্পর্কে স্বচ্ছ ভাবে জানাতে হবে মানুষকে। এই টাকা মানুষেরই। লুকোচুরি করে কোন লাভ নেই বলে জানান তিনি। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ব্রীজেশ পান্ডে সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য