Friday, June 20, 2025
বাড়িরাজ্যদুষ্কৃতীরা আবারো ভেঙে চুরমার করে দিল খুমুলুঙ স্থিত ভারতীয় জনতা পার্টির কার্যালয়

দুষ্কৃতীরা আবারো ভেঙে চুরমার করে দিল খুমুলুঙ স্থিত ভারতীয় জনতা পার্টির কার্যালয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ মে : এ ডি সি -র ক্ষমতা দখলের লড়াই অব্যাহত রয়েছে। এই লড়াইটা হচ্ছে একেবারে সেয়ান সেয়ানে। একদিকে পাহাড় নিজেদের দখলে রাখতে অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার মত ছুটে চলেছে সরকারের শরিক দল তিপ্রা মথা। অন্যদিকে রাজ্যের ক্ষমতাশীন দল ভারতীয় জনতা পার্টি। কিন্তু মঙ্গলবার রাতে খুমুলুঙ এ ঘটে গেল এক ন্যক্কারজনক ঘটনা। আরো একবার আক্রান্ত হল খুমুলুঙ স্থিত ভারতীয় জনতা পার্টির কার্যালয়। ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের যাবতীয় সামগ্রী।

 আঘাত আনা হয়েছে ভারত মাতা সহ দেশের রাষ্ট্রপতির ছবিতেও। দুষ্কৃতকারীরা লণ্ডভণ্ড করে দিলো ভারতীয় জনতা পার্টির কার্যালয়। খুমুলুঙ এর বাজারে গুলি কান্ড সহ মঙ্গলবার রাতে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে ভাঙচুরের বিষয়টি নিয়ে বুধবার টাকারজলা মন্ডলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এই সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয় কয়েকজন দুষ্কৃতকারী ভারতীয় জনতা পার্টির নাম ভাঙিয়ে এলাকায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই দুষ্কৃতকারীরাই গুলি কাণ্ড সংগঠিত করে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারাই ভাঙচুর চালাচ্ছে পার্টি অফিসে। বিজেপির সঙ্গে তাদের কোনো রকম সম্পর্ক নেই। এই বিষয়টি টাকার জলা মন্ডলের পক্ষ থেকে অবগত করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি কেও। রাজ্য সভাপতি নাকি তাদেরকে আশ্বস্ত করেছেন রাজ্যস্তরের একটি প্রতিনিধি দলকে বৃহস্পতিবার এখানে পাঠিয়ে সর জমিনে বিষয়টি খতিয়ে রাখা হবে। গোটা ঘটনাকে কেন্দ্র করে খুমুলুঙ এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখানকার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য