স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : শুক্রবার নজরুল কলাক্ষেত্রে মোদী @ ২০ গ্রন্থের আবরণ উন্মোচন হয়। ড্রিমস, মিট এবং ডেলিভারি ছিল এই সেমিনারের মূল আলোচ্য বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মযজ্ঞের বিস্তারিত তুলে ধরা হয় এদিনকার এই সেমিনারে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মঙ্ল প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন মোদী মানেই দুর্নীতি মুক্ত সরকার। কীভাবে দুর্নীতি মুক্ত হয়ে স্বচ্ছ প্রশাসন চালানো যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা প্রমাণ করে দিয়েছেন। উদাহরন হিসেবে তিনি বলেন ড্রাইভার স্বচ্ছতা বজায় রাখলে তার গাড়ির পেছনে বসা যাত্রীরাও স্বচ্ছতা বজায় রাখবেন। প্রধানমন্ত্রীর কারনেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে দুর্নীতি মুক্ত প্রশাসন চলছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাঁর বক্তব্যে তুলে ধরেন পশ্চিমবঙ্গের বিষয়টিও। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত বঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তাঁর প্রেমিকা অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে বিপুল পরিমান অর্থ এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। যার গননা এখনো চলছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিষয়টি ভোট কাউন্টিং এর মতো। টাকা কাউন্টিং চলছে এবং চলবে। কবে কাউন্টিং শেষ হবে তা কেউ জানেনা। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্যই। যিনি সবার কাছে চানক্য হিসেবে পরিচিত।
মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই হচ্ছে উন্নয়ন। রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের উন্নয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলেছিলেন দেশের প্রতিটি গ্রামে শৌচালয় নির্মান করা হবে তখন নিন্দুকেরা অনেকেই হেসেছিলেন। আর আজ গ্রামগঞ্জের চেহেরাটাই বদলে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই আদিবাসীদের প্রতিনিধি হিসেবে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। দুর্ভাগ্য সংসদের মতো পবিত্র জায়গায় কংগ্রেস নেতা অধীর চৌধুরি রাষ্ট্রপতিকে রাষ্ট্রপত্নি বলে সংবিধানের অবমাননা করেছেন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের তিনি দেবতুল্য কার্যকর্তা বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য মন্ত্রীসভার সকল সদস্য সদস্যা এবং শাসক দলের বিধায়করা।