স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : সরকার পরিচালনার অভাব। দীর্ঘ বছর ধরে চাঁন্দখিরা-কদমতলা ২০৮- এ – নং বিকল্প জাতীয় সড়কটির বেহাল অবস্থা। সংস্কারের কোন উদ্যোগ নেই। এই সড়কটির একদিকে রয়েছে ত্রিপুরা। তেমনি ভাবে অপরদিকে পাথারকান্দির সীমানা এলাকা। এই সড়কের গুরুত্ব অপরিসিম।
উত্তর ত্রিপুরার প্রেমতলা বাজার থেকে ঝেরঝেরি নাকা চেকপোস্ট পর্যন্ত প্রায় তিন কিমি রাস্তা মরন ফাঁদে পরিণত হয়েছে। বর্তমানে রাস্তাটি সংস্কারের অভাবে কৃষি ভূমিতে পরিণত হয়েছে। রাস্তার উপর রয়েছে বিরাট বিরাট গর্ত। ফলে প্রতিনিয়ত ঘটে চলেছে যানবাহন দুর্ঘটনা। অভিযোগ শুখার মরশুমে এই পথ ধরে কোন ভাবে চলাফেরা করা সম্ভব হলেও বর্ষাকালে চলাচল দুষ্কর হয়ে পড়ে। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কের উপর নির্ভরশীল দুটি পড়শী রাজ্য সহ বহু গ্রামের মানুষ। রাস্তাটি নিজস্ব স্বরুপ হারিয়ে ফেলায় বর্তমানে স্থানীয় জনগনকে অনেক কষ্ট করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে।
পাশাপাশি স্কুল কলেজ পড়ুয়াদেরও চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । তাদের বক্তব্য রাস্তার দুরাবস্থার কথা সকলেই জানেন। অথচ সংস্কারের নেই কোন উদ্যোগ। এলাকাবাসী আরো জানায় আগে মানুষ বলতো আসামের রাস্তা ভালো নেই ত্রিপুরা রাস্তার ভালো, কিন্তু এখন দেখা যায় ত্রিপুরার রাস্তা ভালো না, আসামের রাস্তা ভালো। অনেকে আবার সড়কের বেহাল দশার জন্য দায়ী করেছেন সড়কের দুপাশে থাকা একাধিক পাথর ভাঙার ক্রেশার মেশিনগুলোকে। ক্রেশার মেশিনগুলোর পাথর বোঝাই গাড়ি রাস্তাকে নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। এখন দেখার বেহাল রাস্তা সংস্কারে কি পদক্ষেপ নেয় পূর্ত দপ্তর।