স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : অবশেষে করোনা রুখতে মানুষকে সচেতন করতে মাঠে নামল স্বাস্থ্য প্রশাসন। শুক্রবার আশ্রমপাড়া আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের উদ্যোগে নাগেরজলা স্ট্যান্ডে কোভিড ১৯ জনসচেতনতামূলক অভিযান করা হয়। উপস্থিত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান রাজ্যে করোনা পুনরায় মাথা চাড়া দিয়েছে।
এই পরিস্থিতিতে সংক্রমণ থেকে রক্ষা পেতে একমাত্র পথ সচেতনতা এবং টিকাকরণ। প্রশাসনিকভাবে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হলেও মানুষ এখনো অসচেতন রয়ে গেছে। নাগেরজলার স্ট্যান্ডে এসে দেখা গেছে বহু মানুষ মাস্ক পরিধান করছে না। ফলে সংক্রমণ লাফিয়ে বাড়ার আশঙ্কা আরো বেশি হচ্ছে। গত ১৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ছয় জনের। ফলে বিষয়টি দুর্বল ভাবে দেখার কোনো সুযোগ নেই। তাই এদিন মানুষকে মাস্ক পরিধান করার জন্য এবং শারীরিক দূরত্ব বজায় রাখার সহ সকলে যাতে টিকা গ্রহণ করে সেই বিষয়ে জনসচেতন মূলক শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।