Tuesday, April 16, 2024
বাড়িরাজ্য২৩ -এর অংক কষে রাজ্য ছাড়লেন কেন্দ্রীয় নেতৃত্ব

২৩ -এর অংক কষে রাজ্য ছাড়লেন কেন্দ্রীয় নেতৃত্ব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : মঙ্গলবার দুদিনের রাজ্য সফরে আসে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন ভিএল সন্তোষ। প্রতিষ্ঠ কার্যালয়ে দফায় দফায় বিধায়ক, মন্ত্রী, সংসদ, প্রদেশ নেতৃত্ব ও কোর কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি। একইসঙ্গে বিভিন্ন মোর্চার প্রদেশ ও জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন ভি এল সন্তোষ।

 দলীয় কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য প্রভারী বিনোদ শোনকর , প্রতি সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, সংগঠন মহামন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা  সহ অন্যান্য নেতৃত্ব। বুধবারও বিজেপি প্রবেশ কার্যালয়ে ফেরতবাগ দলীয় নেতৃত্বে নিয়ে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন ভিএল সন্তোষ। কোর কমিটির বৈঠকে বেশ কিছু বিষয়ে বার্তা দেন তিনি। বৈঠকে আসন্ন ২০২৩ সালের বিধানসভা নির্বাচন, হর ঘর তিরঙ্গা, বুথ থেকে শুরু করে প্রতিস্থল পর্যন্ত সংগঠন মজবুত ও বিস্তার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া বিগত উপ নির্বাচনে ফলাফল নিয়ম বৈঠকে বিশ্লেষণ ও আলোচনা হয়েছে। এদিন বিকেলে দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন ভি এল সন্তোষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য