স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : একদিকে যখন মাক্সিপক্স নিয়ে জারি হচ্ছে সতর্কতা, অন্যদিকে তখনও দাপট দেখিয়ে চলেছে করোনা ভাইরাস। রাজ্যে গত ২৪ ঘন্টায় সংক্রমণের পরিসংখ্যান অনেকটাই স্বস্তির হলেও সংক্রমণের হার অনেকটাই অস্বস্তির।
বুধবার স্বাস্থ্য দপ্তরের বুলিটিন সূত্রে খবর ৯৯৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২৭ জনের শরীরে সংক্রমণ সনাক্ত হয়। পশ্চিম জেলায় সংক্রমিত হয় ২০ জন, সিপাহীজলা জেলায় সংক্রমিত হয় ১২ জন, খোয়াই জেলায় সংক্রমিত হয় ১১ জন, ধলাই জেলায় সংক্রমিত হয় ৫ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত হয় ১১ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত হয় ১৮ জন, গোমতি জেলায় সংক্রমিত হয় ৫০ জন। উত্তর জেলায় সংক্রমিত হয় নি কেউ। রাজ্যে সংক্রমণের বর্তমানে ১২.৭৬ শতাংশ। সুস্থতার হার যদি অনেকটাই বেড়েছে। বর্তমানে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.০৮ শতাংশে। সুস্থ হয়েছে ৩৫৫ জন। তবে সংক্রমণের হার গত কয়েক দিনের তুলনায় এ দিন হ্রাস পাওয়ায় অনেকটাই স্বস্তি স্বাস্থ্য দপ্তরের মধ্যে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২,০৮২ জন। নতুন করে এদিন কারোর মৃত্যু হয়নি। কিন্তু উদ্বেগ শেষ হয়ে গেছে বলা যায় না। বেলাগাম ভাবে বাড়ছে সংক্রমন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেতনতা বৃদ্ধি জরুরি। নাহলে পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে ধারণা সচেতন মহলের।